How To Add Bangla Font in Blogger | কিছু পদ্ধতি ফলো করলেই খুব সহজে ওয়েবসাইটে বাংলা ফন্ট অ্যাড করা যায়। এই আর্টিকেল থেকে আমরা জানতে পারবো, কিভাবে একটি ওয়েবসাইটে বাংলা ফন্ট অ্যাড করতে হয়।
How to Add Bangla Font in Blogger
বাংলা ভাষা বিশ্বের পঞ্চম বৃহৎ মাতৃভাষা। সারাবিশ্বে প্রায় ২৭ কোটি মানুষ বাংলায় কথা বলে। ইন্টারনেটে প্রচুর বাংলা ব্লগ এবং ওয়েবসাইট পাওয়া যায় এবং সেগুলো খুব ভাল পারফর্মও করে চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে কয়েক মিলিয়ন পাঠক প্রতিদিন বাংলা ব্লগ পড়েন।
বর্তমানে প্রায় সমস্ত কীবোর্ড থেকেই বাংলা ভাষা লিখা যায়। বাংলা কন্টেন্ট রাইটাররা জানেন যে, বাংলা ফন্টগুলোর মধ্যে ব্রাউজার-ফ্রেন্ডলি বাংলা ফন্ট স্ক্রিপ্ট হচ্ছে ইউনিজয়। ইউনিজয় হচ্ছে, বাংলা ইউনিকোড ভিত্তিক ভাষা টাইপিংয়ের একটি ইনপুট সিস্টেম।
চলুন দেখে নেই, কিভাবে আপনার ব্লগে বাংলা ফন্ট অ্যাড করবেন।
উল্লেখ্য! বাংলা ফন্ট ব্যবহার করলে আপনার ওয়েবসাইটের স্পিড কিছুটা স্লো হয়ে যেতে পারে।
সূচীপত্র
কিভাবে ব্লগারে বাংলা ফন্ট অ্যাড করবেন
বর্তমানে প্রায় সব ওয়েব ব্রাউজারই বাংলা ইউনিজয় ফন্ট সমর্থন করে। আপনি যদি নিজের ব্লগ টেমপ্লেট বা সোর্স কোডে কাস্টম বাংলা ওয়েব ফন্ট ইনস্টল না করেন তবে এই ফন্টটি কাস্টমাইজ করা যাবে না।
এই আর্টিকেলের মাধ্যমে আজকে আমরা দেখবো, একটি ব্লগস্পট(Blogspot/Blogger) সাইটে কিভাবে আপনি “SolaimanLipi Bangla Font” অ্যাড করতে পারেন। (How to add SolaimanLipi Bangla Font in website.)
সুতরাং, আপনি যদি বাংলা ভাষার ব্লগার হন তবে আপনি “SolaimanLipi” আপনার ব্লগার টেম্পলেট বা আপনার ওয়েবসাইটের সোর্স কোডে বাংলা ফন্ট সেটআপ করতে পারেন। অবশ্যই, এই ফন্ট অ্যাড করার পর আপনার সাইটটি ভিজিটরদের কাছে আরো ইউজার-ফ্রেন্ডলি এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
How To Setup Bangla Font In Blog
Theme Edit বা কোনো ধরণের কোড পরিবর্তনের আগে অবশ্যই আপনার ব্যবহৃত টেম্পলেটের ব্যাকআপ রাখুন। (Important for safety!)
Bangla Font in Blogger - METHOD ONE
- ১. আপনার Blogger অ্যাকাউন্টে লগ ইন করুন।
- ২. বাম দিকের মেনু থেকে Theme ট্যাবে যান।
- ৩. Theme Edit বা কোনো ধরণের কোড পরিবর্তনের আগে অবশ্যই আপনার ব্যবহৃত টেম্পলেটের ব্যাকআপ রাখুন। (Important for safety)
- ৪. Edit HTML বাটনটি ক্লিক করুন।
- ৫. আপনার টেম্পলেটটিতে <head> কোড অনুসন্ধান করুন Ctrl + F টিপে।
- ৬. এখন <head> এর ঠিক নীচে / পরে নিম্নলিখিত কোডটি পেস্ট করুন
- ৭. আবার, CTRL+F চেপে <body> ট্যাগটি খুঁজে বের করুন এবং এই (<body>) ট্যাগটির নিচে এই কোডটি পেস্ট করুন।
- ৮. এখন "font-family:" খুঁজে বের করুন। এই কোডটি বেশ কয়েকটি বার আপনার টেমপ্লেটে দেখতে পাবেন।। কোডটা দেখতে এমন,
- ৯. এবার কেবল উপরের কোডগুলো যত যায়গায় আছে তার বদলে নিচের এই কোডটি সেসব জায়গায় Replace করুন।
- ১০. উপরের কোডটি সব জায়গায় Replace করার পরে, Save Theme বাটনে ক্লিক করুন এবং আপনার কাজ শেষ।
<link href="https://fonts.maateen.me/solaiman-lipi/font.css" rel="stylesheet"/>
<style> @import url('https://fonts.maateen.me/solaiman-lipi/font.css'); </style>
font-family: arial, sans-serif;
font-family: 'SolaimanLipi', Arial, sans-serif !important;
এখন আপনার ব্লগে ভিজিট করুন এবং ক্রিস্টাল ক্লিয়ার “SolaimanLipi” ফন্ট শৈলীর যাদু দেখুন।
Bangla Font in Blogger - METHOD TWO
এটা একদমই সোজা। এক সময় আমি নিজেই এই পদ্ধতি ব্যবহার করতাম।
- ১. আপনার Blogger অ্যাকাউন্টে লগ ইন করুন।
- ২. বাম দিকের মেনু থেকে Theme ট্যাবে যান।
- ৩. Theme Edit বা কোনো ধরণের কোড পরিবর্তনের আগে অবশ্যই আপনার ব্যবহৃত টেম্পলেটের ব্যাকআপ রাখুন। (Important for safety)
- ৪. Edit HTML বাটনটি ক্লিক করুন।
- ৫. আপনার টেম্পলেটটিতে <head> কোড অনুসন্ধান করুন Ctrl + F টিপে।
- ৬. এখন <head> এর ঠিক নিচে/পরে নিম্নলিখিত কোডগুলো পেস্ট করুন
- ৭. আবার, CTRL+F চেপে <body> ট্যাগটি খুঁজে বের করুন এবং এই (<body>) ট্যাগটির নিচে এই কোডটি পেস্ট করুন।
- ৮. Save Theme বাটনে ক্লিক করুন এবং আপনার কাজ শেষ।
<link href='https://fonts.maateen.me/solaiman-lipi/font.css' rel='stylesheet'/>
<style> html, body { font-family: "SolaimanLipi", Arial, sans-serif !important; } html, body, font, p, b, i, u, strong, a, title, h1, h2, h3, h4, h5, h6, ul, li, table, td, th, tr, span, iframe { font-family: "SolaimanLipi", Arial, sans-serif !important; } </style>
<style> @import url('https://fonts.maateen.me/solaiman-lipi/font.css'); </style>
আশা করি এই আর্টিকেলটি আপনাদের কাজে লাগবে। আপনি যদি এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, আপনার মতামত এবং পোস্ট সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Bangla Font In Website Keywords
How To Setup Bangla Font In Blog, How can I install Bangla font in Blogger | How To Add Bangla Font in Blogger | How To Setup SolaimanLipi Bangla font in blogger template or webpage? | How can I install Bangla font in Blogger? | Install Bengali Stylish Font on Blogger Site or Template (Bangla) | How To Setup SolaimanLipi Bangla Font In Bangla Blog? | How to make a Bangla blog with a Bengali font at blogger.com | How to Install SolaimanLipi Bengali Font on Blogs Site Bangla | How To Use Google Font In Blogger Super Easy [2021]
How To Add Bangla Font in Blogger | How To Setup SolaimanLipi Bangla font in blogger template or webpage? | How can I install Bangla font in Blogger? | Install Bengali Stylish Font on Blogger Site or Template (Bangla) | How To Setup SolaimanLipi Bangla Font In Bangla Blog? | How to make a Bangla blog with a Bengali font at blogger.com | How to Install SolaimanLipi Bengali Font on Blogs Site Bangla | How To Use Google Font In