টেলিটক

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৪

দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন: আমাদের দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’ গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনামূল্যে তাদের বিশেষ সুবিধা ও বিশেষ নম্বর সম্বলিত প্যাকেজ ‘টেলিটক আগামী’ দিয়ে আসছে।

বিশেষ সুবিধা সম্বলিত এই সিমটি এতদিন শুধু এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা পেয়ে থাকলেও এবার এসএসসি উত্তীর্ণ যেকোনো ছাত্র-ছাত্রীদের জন্য সাশ্রয়ী বিশেষ প্যাকেজ এনেছে টেলিটক। যার নাম – ‘টেলিটক বর্ণমালা’।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

teletalk bornomala logo

দেশ সেরা কলরেট এবং সাশ্রয়ী ডাটা প্যাক নিয়ে, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঢেলে সাজানো হয়েছে টেলিটক বর্ণমালা প্যাকেজ। ২০০৫ থেকে এখন পর্যন্ত এসএসসি উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য এই সিমটি টেলিটক সরবরাহ করছে। একজন উত্তীর্ণ পরীক্ষার্থী তার এসএসসি রোল ও রেজিস্ট্রেশন সাপেক্ষে একটি বর্ণমালা সিম সংগ্রহ করতে পারবে। চলুন দেখে নেই, কীভাবে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে হয়।

Teletalk Bornomala Sim Registration - টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন
টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

এসএমএস এবং অনলাইন আবেদনের মাধ্যমে আপনি সিমটি নিতে পারেন। তবে বর্তমানে SMS এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করাই ভালো। কেননা অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যাচ্ছে। OTP not found, Duplicate Roll এমন Error দেখালে আপনি SMS এর মাধ্যমে আবেদন করে দেখতে পারেন।

SMS এর মাধ্যমে টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন

যেকোনো টেলিটক সিম থেকে, এসএমএস এর মাধ্যমে যেভাবে বর্ণমালা সিমের জন্য আবেদন করতে হবে। (চার্জ প্রযোজ্য)

Registering for Bornomala SIM

SMS এর মাধ্যমে বর্ণমালা সিমের রেজিস্ট্রেশন করতে, যেকোনো টেলিটক নাম্বার থেকে টাইপ করুন: BOR SSC_Board(First 03 letters) SSC_RollSSC_YearSSC_Registration_NoContact_No and send to 16222.

BOR<space>শিক্ষাবোর্ড (প্রথম ৩ অক্ষর)<space>এসএসসি রোল নং<space>পাসের সন<space>এসএসসি রেজিষ্ট্রেশন নং<space>আপনার নাম্বার লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন।

  • উদাহরন: BOR DHA 123456 2020 1234567 0195XXXXXXX
  • বিঃদ্রঃ রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হলে আপনি একটি ID এবং OTP পাবেন। উক্ত ID এবং OTP টেলিটকের যেকোনো কাস্টমার কেয়ারে দেখালে আপনি বর্ণমালা সিম কিনতে পারবেন।
  • মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে। তাই, আবেদন করার পর Confirmation Message আসবে। তা কারো সাথে শেয়ার করবেন না

Please collect “Bornomala” SIM within 07 days from “XXXXXXXXX customer care/ any Teletalk Customer Care excluding Govt. holiday. Please bring National ID, Photo-2 nos. Id no: XXXXXXXX and OTP no.: XXXXXX.

টেলিটক কাস্টমার কেয়ার কোড: কাস্টমার কেয়ার কোড জানতে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। http://bornomala.teletalk.com.bd/doc/CC_Code.pdf


Teletalk Bornomala Online Registration

অনলাইনে আবেদনের জন্য (http://bornomala.teletalk.com.bd/application.php) এই ওয়েবসাইট ভিজিট করুন। প্রয়োজনে এখানে ক্লিক করুন। এরপর, আপনার তথ্য দিয়ে নিচের ফর্মটি পূরণ করুন।

টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন ২০২৪
Teletalk Bornomala Online Registration

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আপনার মোবাইলে 01550-155555 নাম্বার থেকে নিম্নোক্ত ম্যাসেজ আসবে:

YOUR NAME, SSC Board: Dhaka, Roll: XXXXXX, Year: XXXX. Id no: XXXXXXXXXXXXX and OTP no.: XXXXXX. Thanks for your interest.

বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে কী কী লাগবে?

সাধারণত টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশন করতে তেমন কোনো কাগজপত্রের দরকার হয় না। তবে, সিম উঠানোর সময় অনেক কাস্টমার কেয়ারে জাতীয় পরিচয়পত্রের কপি দেখতে চাইতে পারে। এছাড়া সিম রেজিস্ট্রেশনের আগে একটি খাতায় টুক করে নিচের বিষয়গুলো নোট করে নিতে পারেন।

  • আপনার নাম
  • এসএসসি বোর্ড
  • পাসের সন
  • এসএসসি রোল
  • এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার
  • নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা
  • একটি সচল মোবাইল নাম্বার
  • আপনার ইমেইল অ্যাড্রেস
  • জাতীয় পরিচয়পত্রের কপি

আপনার নাম, আপনার এসএসসি বোর্ড, পাসের সন, এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, নিকটস্থ কাস্টমার কেয়ারের ঠিকানা, একটি সচল মোবাইল নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেস।


আবেদন পরবর্তী করণীয়

সফলভাবে আবেদন সম্পন্ন হলে, আপনি সিম উঠানোর জন্য এসএমএস পাবেন। এই এসএমএসে আপনাকে একটি ID নাম্বার এবং OTP কোড দেওয়া হবে। উক্ত এসএমএস দিয়ে আপনি যেকোনো সময় যেকোনো টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিমটি উত্তোলন করতে পারবেন। উল্লেখ্য, আপনার যদি NID কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আপনার অভিভাবকের NID কার্ড ব্যবহার করে টেলিটক বর্ণমালা সিমটি উত্তোলন করতে পারবেন।

সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে,

  • টেলিটক বর্ণমালা সিম রেজিস্ট্রেশনের ম্যাসেজ
  • যার নামে সিম রেজিস্ট্রেশন করা হবে তার NID এর ফটোকপি

সিম ওঠানোর সময় যা যা খেয়াল রাখবেন

মনে রাখবেন, আপনার আইডি এবং ওটিপি’র মাধ্যমে অন্যকেউ সিম তুলে ফেলতে পারবে।

  • টেলিটক বর্ণমালা প্যাকেজে নাম্বার চয়েস করার অপশন নেই
  • সরকারি ছুটির দিন বাদে, অনুগ্রহ করে অ্যাপ্লিকেশন করার ০৭ কর্মদিবসের মধ্যে সিমটি সংগ্রহ করবেন। সিম তোলার সময় আপনার সাথে আপনার জাতীয় পরিচয় পত্র, ID: XXXXXXXX এবং OTP: XXXXXX নিয়ে আসবেন। অর্থাৎ, ম্যাসেজটি সংরক্ষণ করবেন।
  • জাতীয় পরিচয় পত্র নেই? যদি আপনি ভোটার নিবন্ধনের জন্য ছবি তুলে থাকেন, তবে অনলাইন কপি উত্তোলনের মাধ্যমে অথবা অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে সিমটি তুলতে পারবেন। সেক্ষেত্রে তার জাতীয় পরিচয় পত্র লাগবে।

MyTeletalk অ্যাপ ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=teletalk.teletalkcustomerapp


টেলিটক বর্ণমালা সিমের সুবিধা

বর্ণমালা সিমে অনেকগুলো সুযোগ-সুবিধা আছে। চলুন তাহলে এক নজরে দেখে নেই বর্ণমালা সিমটিতে কি কি সুবিধা রয়েছে।

কলরেট

বর্ণমালা সিমের কলরেট: ৪৫ পয়সা/মিনিট স্পেশাল কলরেটসহ ১০ সেকেন্ড পালস কলরেট পাওয়া যাবে এই সিমটিতে। এছাড়াও, এসএমএস প্রতি ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) চার্জ প্রযোজ্য হবে।

  • এফএনএফ প্রযোজ্য নয়।
  • ৪৫ পয়সা/মিনিট (২৪ ঘন্টা)
  • পালস্: ১০ সেকেন্ড।
  • এসএমএস: ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোন অপারেটর)
কল রেটকলের ধরণকলরেট/মিনিট
ভয়েস কলঅন নেট৪৫ পয়সা
অফ নেট৪৫ পয়সা
ভিডিও কলঅন নেট৪৫ পয়সা
পালস্১০ সেকেন্ড
এসএমএসঅন নেট২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি)
অফ নেট
ডাটা চার্জ১৫ কেবি/১ পয়সা

মজার ব্যাপার হচ্ছে, টেলিটক বর্ণমালায় আপনি আপনার চাহিদা অনুযায়ী যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করতে পারেন। রিচার্জের কারণে আপনার কলরেটের কোনো পরিবর্তন হবে না।

ইন্টারনেট

বর্ণমালা সিমের ইন্টারনেট: টেলিটক বর্ণমালা তাদের গ্রাহকদের জন্য খুব কম দামে ডাটা প্যাক প্রকাশ করেছে। তার মানে আপনি সাশ্রয়ী কলরেট এবং ইন্টারনেট অফার উপভোগ করবেন।

  • ১ জিবি ২৪ টাকা (৭ দিন)
  • ১ জিবি ৪৬ টাকা (৩০ দিন)
  • ২ জিবি ৮৩ টাকা (৩০ দিন)
  • ১০ জিবি ১৮৬টাকা (৩০ দিন)
বর্ণমালা ইন্টারনেট প্যাকডায়াল কোডমূল্যমেয়াদ
১ জিবি*111*611#২৪ টাকা৭ দিন
১ জিবি*111*612#৪৬ টাকা৩০ দিন
২ জিবি*111*613#৮৩ টাকা৩০ দিন
৪ জিবি*111*614#৬২ টাকা৭ দিন
১০ জিবি*111*616#১৮৬ টাকা৩০ দিন

বর্ণমালা সিম কেনো কিনবেন?

  • সিমের মূল্য: ১০০টাকা।
  • কলরেট: ৪৫ পয়সা/মিনিট। (যেকোনো অপারেটরে)
  • এসএমএস: ২৫ পয়সা (বাংলা), ৫০ পয়সা (ইংরেজি) (যেকোন অপারেটর)
  • পালস্: ১০ সেকেন্ড পালস্।
  • স্টার্ট আপ বোনাস: সিম চালু করার পর, প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলেই ৫০ টাকা মূল ব্যালেন্সসহ ৫০ ভয়েস মিনিট, ৫০টি এসএমএস  এবং ৫ জিবি ডাটা (মেয়াদ ৩০ দিন)। অফারটি প্রথমবার ৫০ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে। মিনিট এবং এসএমএস যেকোনো অপারেটরে ব্যবহার করা যাবে এবং ৫০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।
  • রিচার্জ বোনাস: এছাড়াও ৩০ টাকা রিচার্জে, ৩০ মিনিট ভয়েস, ৩০টি SMS ও ৬০ MB ডাটা ফ্রি পাবেন! (মেয়াদ ৩দিন) (অফারটি যতবার খুশি নেওয়া যাবে। মিনিট এবং এসএমএস শুধুমাত্র টেলিটকে ব্যবহার করা যাবে এবং ৩০ টাকা মূল অ্যাকাউন্টে যোগ হবে।)  গ্রাহকরা প্রতি ৩ দিনে (৭২ ঘন্টা) একবার এই অফারটি পাবেন।

শেষ কথা

ভাবতে পারেন টেলিটকের নেটওয়ার্কই পাওয়া যায় না। এই সিম নিয়ে কি করবেন? আমি বলবো, ততটা ভরসা যদি না পান তবে সেকেন্ডারি সিম হিসেবে টেলিটক দুর্দান্ত। আমরা ব্যবহার করতে থাকলে গ্রাহকসেবা বাড়াতে আগ্রহী হবে টেলিটক। টেলিটক ব্যবহার করুন। দেশের টাকা দেশে রাখুন

আশা করি এই আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আর্টিকেলটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও, যেকোন ধরনের প্রশ্ন বা পরামর্শ থাকলে কমেন্ট করুন। আমরা খুব দ্রুত আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।

Source: https://www.teletalk.com.bd/bn/internet/bornomala-data-packs | https://www.teletalk.com.bd/bn/voice/prepaid/bornomala

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Index

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker on our website.